Site icon Jamuna Television

কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলির আদেশ বাতিল

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের বদলির আদেশ প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলাবাসী। এই সংবাদে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দে উদ্বেলিত। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত নির্দেশটি জেলা প্রশাসকের হাতে আসে।

গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস প্রশাসন ক্যাডারের ৬১৩ জন কর্মকর্তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বদলির আদেশ জারি করে। এর মধ্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনকে উপসচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলির আদেশ প্রদান করা হয়। আজ রোববার সেই আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কুড়িগ্রামে স্বপদে বহাল রাখার খবরে মিষ্টি বিতরণ করেছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ বিষয়ে কুড়িগ্রামের সিনিয়র সিটিজেন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু বলেন, অভিনন্দন জেলা প্রশাসক মহোদয়কে, তাকে স্বপদে বহাল রাখার জন্য। কুড়িগ্রামের উন্নয়নে তিনি অবশ্যই তার স্বপ্নকুঁড়ি’র মধ্য দিয়ে কুড়িগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।

প্রেস ক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু জানান, সরকার কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে পূণর্বহাল করেছে। এতে কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।

Exit mobile version