Site icon Jamuna Television

উত্তরা-মতিঝিল রুটে আজ থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

ফাইল ছবি

আজ শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে দিনভর চলবে মেট্রোরেল। সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত সবগুলো স্টেশনে ট্রেন চলাচল করবে। পিক আওয়ারে ৮টি ও অফপিক আওয়ারে ৭টি ট্রেন চলবে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছিলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি জানান, প্রতিদিন মেট্রোরেলে এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করছে। বর্তমানে চালু আছে ১৬টি স্টেশন। ইজতেমার সময় মেট্রোরেলের সময়সূচি সমন্বয় করা হতে পারে বলে জানান তিনি।

বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল। আর উত্তরা-মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলছে।

/এনকে

Exit mobile version