গ্যাসের অভাবে অনেকেই মাটির চুলোয় রান্না করছেন। প্রতীকী ছবি।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ এখনও পুরোপুরি বন্ধ রয়েছে। এতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। মানুষের ঘরে জ্বলছে না চুলা। বন্ধ রয়েছে রান্না-বান্না।
এর ফলে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে খাবার হোটেলগুলোতে ভিড় করতে দেখা গেছে সাধারণ মানুষদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে খাবার সংগ্রহ করতেও দেখা গেছে। এদিকে এই সংকটের মধ্যে বেশি দামে খাবার বিক্রির অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার রাত দশটা থেকে বন্ধ রয়েছে সরববরাহ। এতে, দু’দিন ধরে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ফিলিং স্টেশনেও নেই গ্যাস। ফলে রাস্তায় চলছে না গ্যাসচালিত যানবাহন। শিল্পখাতের অবস্থাও বেহাল। ধস নেমেছে উৎপাদনে। অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম।
তবে, কবে এবং কখন থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সে বিষয়ে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ বলছে, টার্মিনালের ত্রুটি মেরামতের কাজ চলছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল দশটা থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাসও দিয়েছেন তারা।
/এমএইচ
Leave a reply