Site icon Jamuna Television

শীত ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাসে যা জানা গেল

ফাইল ছবি

মাঘের শীতের মধ্যেই গত বৃহস্পতিবার কষ্টের মাত্রা বাড়িয়েছে বৃষ্টি। খুলনা, যশোর, বরিশালসহ দেশের দক্ষিণের নানা স্থানে অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজধানীতেও। তবে দেশে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টি থেকে মুক্তি পেলেও আজ শনিবার (২০ জানুয়ারি) ও কাল শীতের তীব্রতা একটু একটু করে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল রোববার সারাদেশে তাপমাত্রা নেমে আসতে পারে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এবার তীব্র কিংবা অতি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেন, দেশে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা কমবে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারা দেশেই শীতের অনুভূতি বাড়বে।

প্রসঙ্গত, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

/এমএইচ

Exit mobile version