Site icon Jamuna Television

পাটুরিয়ায় চতুর্থ দিনেও চলছে ফেরি উদ্ধার অভিযান, খোঁজ মেলেনি সেকেন্ড ড্রাইভারের

ফেরি রজনীগন্ধা উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের জন্য চতুর্থ দিনেও চলছে অভিযান। ফেরিতে থাকা কয়েকটি যানবাহন উদ্ধার করা গেলেও এখনও ফেরিটিকে উদ্ধার সম্ভব হয়নি।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। এদিকে ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবিরের (৩৯) সন্ধান মেলেনি এখনও। তাকে উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দল কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী, কাভার্ড ভ্যান ও পিকআপসহ ডুবে যায় রজনীগন্ধা ফেরি।

জানা গেছে, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।

পরে, ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করে। এদিকে ফেরিটিকে উদ্ধার করার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দুটি জাহাজ রুস্তম ও হামজা।

/এমএইচ

Exit mobile version