Site icon Jamuna Television

গাজায় হামলা বন্ধ চায় সৌদি আরব, নতুবা আলোচনা না করার ঘোষণা

গাজায় অভিযান বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়া এবং দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কোনো আলোচনা করবে না সৌদি আরব। এমন সিদ্ধান্ত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজকুমারী রিমা বিনতে বন্দর আল সৌদ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধ্মান উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

রিমা বিনতে বন্দর বলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করাই একমাত্র গুরুত্বপূর্ণ কাজ নয় রিয়াদের কাছে। বরং শান্তি ও সমৃদ্ধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। তাই যতদিন পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতা অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ।

এই ইস্যুতে সৌদি আরবের ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত রিমা। তিনি বলেন, বিনিময়ে সৌদি প্রিন্স সালমান বেসামরিক পারমাণবিক কর্মসূচির উন্নয়নে সহায়তার নিশ্চয়তা চেয়েছে।

এটিএম/

Exit mobile version