Site icon Jamuna Television

আল আকসা মসজিদে প্রবেশে বাধা, রাস্তায় জুম্মার নামাজ আদায় ফিলিস্তিনিদের

মসজিদ সংলগ্ন রাস্তায় জুম্মার নামাজ আদায় করছেন অনেক ফিলিস্তিনি। ছবি: ওয়াফা নিউজ।

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে প্রবেশে আবারও কড়াকড়ির শিকার হলো ফিলিস্তিনিরা। তবে শত বাধার মাঝেও শুক্রবার (১৯ জানুয়ারি) মসজিদ সংলগ্ন সড়কে জুম্মার নামাজ আদায় করেন অনেকে। এক প্রতিবেদনে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক কড়াকড়ি ছিল মসজিদ ঘিরে। নামাজ আদায়ে প্রবেশের ক্ষেত্রে বাধার মুখোমুখি হন বেশিরভাগ। সরিয়ে দেয়া হয় গণমাধ্যম কর্মীদেরও। পরবর্তীতে সামনের রাস্তাতেই নামাজ আদায় করেন মুসল্লিরা।
তবে বড় কোনো সংঘর্ষ হয়নি এদিন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে আল আকসা ঘিরে।

\এআই/

Exit mobile version