Site icon Jamuna Television

লেবানন সীমান্তে সংঘর্ষে জড়ালে ইসরায়েলকে বড় রকমের ধাক্কা খেতে হবে, হুঁশিয়ারি হিজবুল্লাহর

গাজায় নিরীহ বেসামরিকদের ওপর চলছে ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণ। এরই মধ্যে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলকে দিলো নতুন হুঁশিয়ারি। জানায়, দেশটির সীমান্তে সংঘর্ষে জড়ালে ইসরায়েকে বড় ধরনের চপেটাঘাত করা হবে। খবর আল জাজিরার।

শুক্রবার (১৯ জানুয়ারি) হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা নাঈম কাশেম এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শত্রুদের জানা উচিত যে আমাদের বাহিনী প্রস্তুত। ঠিক আমাদের যেভাবে এক অশেষ অগ্রাসনের মুখে ঠেলে দেয়া হয়েছে, ঠিক সেভাবেই জবাব দেয়ার হুমকি দেন এই নেতা।

গেল বছর ৭ অক্টবরে হামসাসের হামলার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। ইসরায়েল লেবানন সীমান্তে বহু গ্রামে হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৯৫ লেবানীয় নাগরিক।

নাঈম কাশেম বলেন, ইসরায়েল যদি আগ্রাসন আরও বৃদ্ধির কথা চিন্তা করে, তাহলে তাদের গালে সজোরে চড় বসিয়ে দেয়া হবে। তিনি বলেন, সীমন্তে স্থিতিশীলতা আনতে হলে আগে গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে।

এটিএম/

Exit mobile version