Site icon Jamuna Television

মাঝ আকাশে উড়ন্ত বিমানে আগুন

উড়ন্ত বিমান আগুনে জ্বলছে। ছবি: সিএনএন।

যুক্তরাষ্ট্রে উড়ন্ত বিমানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আটলাস এয়ারের বোয়িং ৭৪৭ মডেলের একটি কার্গো বিমানের ইঞ্জিনে মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। তবে জরুরি অবতরণের কারণে ভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই বিমানের আরোহীরা।

কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীও সময় রাত সাড়ে ১০ টার দিকে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর একজন মুখপাত্র বলেন, হঠাৎ করে ইঞ্জিন ব্যর্থতার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। তবে কেন এই দুর্ঘটনা তা জানতে ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত।

\এআই/

Exit mobile version