Site icon Jamuna Television

 স্লেজ গাড়ি চালালেন ট্রুডো

কুকুরের টানা স্লেজ গাড়ি চালাচ্ছেন জাস্টিন ট্রুডো। ছবি: মন্ট্রিল গেজেট।

কানাডার ভূখণ্ড নুনাভুতে কুকুরের টানা স্লেজ গাড়ি চালাতে দেখা গেলো প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। শুধু তাই নয়, ইগলুতে বরফের ব্লক লাগানোসহ নানা কার্যকলাপ করতে দেখা মিলল তার। শনিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে কানাডার সংবাদ মাধ্যম মন্ট্রিল গেজেট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নুনাভুতের প্রিমিয়ার পি জে আকিয়াগোক ও আলুকি কোটিয়েরকমের সাথে একটি হস্তান্তর চুক্তি করতে নুনাভুতে ভ্রমন করেন জাস্টিন ট্রুডো। ভ্রমনের উদ্দেশ্য ছিলো অঞ্চলটিকে রয়্যালটি সংগ্রহের অধিকার প্রদান করা।

বিশ্ব কার্বন নিঃসরণ কমানোর উদ্দেশ্যে, কানাডা বৈদ্যুতিক যানবাহন সরবরাহ শৃঙ্খলের সমস্ত স্তরের সাথে জড়িত সংস্থাগুলিকে প্ররোচিত করতে বিলিয়ন ডলার প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাস্টিন ট্রুডো। ভ্রমনের সময়ে সেখানের সাধারন মানুষের সাথে প্রচলিত নানা কার্যকলাপ করে সময় কাটান তিনি।

\এআই/

Exit mobile version