Site icon Jamuna Television

৭ জানুয়ারি সরকারের চরম পরাজয় হয়েছে: মঈন খান

সাত জানুয়ারি জনগণ ভোট প্রত্যাখান করেছে। তাই বিএনপির নয়, চরম পরাজয় হয়েছে সরকারের। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাসনে পাঠানো হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের বিরুদ্ধে কথা বললে মধ্যরাতে বাড়ি থেকে উঠিয়ে নেয়া হয়। তাদেরকে গুম করা হচ্ছে। নিরস্ত্র জনগণকে নিয়ে বিএনপি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা চাই পরিবর্তন। মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার সংগ্রাম করছি। তবে এভাবে সংগ্রাম হয় না উল্লেখ করে তিনি বলেন, জীবনবাজি রেখে আন্দোলন করতে হবে।

/এনকে

Exit mobile version