Site icon Jamuna Television

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে লিমোজিনের সাথে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রোববার স্থানীয় সময় বিকালে নিউইয়র্ক সিটির আলবানি থেকে ৪০ কিলোমিটার দূরে চোহারি নামক স্থানে এ ভয়াবহ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের বেশিরভাগই লিমোজিনের আরোহী। এদেরমধ্যে চারজন একই পরিবারের বোন এবং সদ্য বিবাহিত দম্পতি ছিলো। প্রাথমিকভাবে তারা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো- এমন ধারণা করা হলেও পরে পুলিশ নিশ্চিত করে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলো তারা।

কর্তৃপক্ষ জানায়, লিমোজিনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাথে উঠে পড়ে। এসময় উল্টো দিক থেকে আসা কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন পথচারীও রয়েছেন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

Exit mobile version