উগান্ডার রাজধানী কাম্পালায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন জয়শঙ্কর।
দুজনের বৈঠকের ছবি পোস্ট করে জয়শঙ্কর লেখেন, উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য কামনা করেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, শিগগির দিল্লিতে তাকে (পররাষ্ট্রমন্ত্রীকে) অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছি।
/এনকে

