Site icon Jamuna Television

‘আওয়ামী লীগ বরাবরই ব্যালট বাক্স চুরির সাথে জড়িত’

আওয়ামী লীগ বরাবরই ভোটের বাক্স ছিনতাই ও ভোটের ব্যালট ভরার সাথে জড়িত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু নিজেদের রাজনীতি বোঝে, জনগণের কথা ভাবে না। বাংলাদেশের নির্বাচন ও সার্বভৌমত্ব নিয়ে সবসময় ষড়যন্ত্র হয়। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একযোগে মাঠে নামার আহ্বানও জানান তিনি।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশের জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগ মিথ্যা কথা বলে। তাই তো তারা নির্বাচন নিয়ে টিআইবির ফলাফলকে মিথ্যা বলছে। কিন্তু এটা যদি বিএনপির বিরুদ্ধে প্রকাশ পেতো তাহলে সত্যি বলতো তারা।

/এনকে

Exit mobile version