Site icon Jamuna Television

আজ শুরু হচ্ছে বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ শুরু হচ্ছে আজ রোববার। স্টলে-স্টলে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পূর্বাচলে এ মেলার ২৮তম আসর উদ্বোধন করবেন।

বঙ্গবন্ধু টানেলের আদলে বানানো হয়েছে বাণিজ্য মেলার প্রধান ফটক। তোলে ধরা হয়েছে সরকারের উন্নয়নের নানা চিত্র। মেলায় এবার ১০ ক্যাটাগরিতে থাকছে ৩শ’ স্টল, ২৩টি প্যাভিলিয়ন। থাকছে ২৭টি মিনি প্যাভিলিয়নও। বিদেশি স্টল আছে ১২টি। অত্যাধুনিক শিশু পার্কের ব্যবস্থাও থাকছে।

মেলা ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরার পাশাপাশি রয়েছে ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুম। স্থানীয় জনপ্রতিনিধি ও ইজারাদারের পক্ষ থেকেও মাঠে থাকবে স্বেচ্ছাসেবক টিম।

দর্শনার্থীদের জন্য রাজধানীর কুড়িল থেকে ৫০টি বিআরটিসি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা-জমজমাট হবে এবারের আয়োজন। বাণিজ্য মেলায় প্রবেশে বড়দের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ এবং শিশুদের জন্য ২৫ টাকা।

/এমএইচ/এমএন

Exit mobile version