Site icon Jamuna Television

শীত: কুড়িগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় জেলার সকল প্রাইমারী ও মাধ্যমিক পর্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। তিনি বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের জনসংযোগ শাখা থেকে জানানো হয় যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব অঞ্চলের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে।

/এমএইচ

Exit mobile version