
আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়। ছবি: বিবিসি।
ইরাকে মার্কিন বিমান ঘাঁটি মিসাইল হামলার শিকার হয়েছে। এ ঘটনায় ইরান সমর্থিত একটি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল কমান্ডের দাবি, গতকাল শনিবার সন্ধ্যায় ‘আল আসাদ’ ঘাঁটিতে মিসাইল ও রকেট ছোড়া হয়। তাতে আহত হয় বেশ কয়েকজন মার্কিন সেনা। গুরুতর আহত হন ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মী।
যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা বেশিরভাগ মিসাইল প্রতিহত করেছে। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ইরাকে সক্রিয় ইরানি সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি এই সংগঠন। সম্প্রতি, মার্কিন বাহিনীর ওপর বেশকিছু হামলা চালিয়েছে তারা।
/এআই/এমএন



Leave a reply