Site icon Jamuna Television

উত্তর কোরিয়া সফরে যেতে আগ্রহী পুতিন

ছবি: রয়টার্স

শিগগিরই উত্তর কোরিয়ায় সফরে যেতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। খবর রয়টার্সের।

কেসিএনএ জানায়, সম্প্রতি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সুন হুইয়ের রাশিয়া সফরে গেলে রুশ প্রেসিডেন্টকে তার দেশে আমন্ত্রণ জানানো হয়। সেটি গ্রহণও করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদও জানান।

এক সপ্তাহ আগে রাশিয়া সফরে যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সমর্থন জানানোয় উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন। এছাড়া, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উসকানিমূলক আচরণে উদ্বেগও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, পুতিন যদি উত্তর কোরিয়ায় সফরে যান, তাহলে গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে দেশটিতে কোনো রুশ প্রেসিডেন্টের প্রথম সফর।

/আরএইচ/এমএন

Exit mobile version