Site icon Jamuna Television

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা

ছবিঃ সিএনএ নিউজ।

ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা চলছেই। রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার, দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে তেলআবিব। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, বুর্জ আল শামালি এবং বাজুরির মধ্যবর্তী এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে হিজবুল্লাহ’র অন্তত দুই সদস্য নিহত হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে গাড়িটি। এর আগে, শুক্রবারও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গত তিনমাস ধরেই, উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত। সংঘাতে এখন পর্যন্ত দেড়শ’র কাছাকাছি হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলেরও।

\এআই/

Exit mobile version