Site icon Jamuna Television

স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারি কর্মকর্তাদের সক্ষম হতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সরকারি কর্মচারীদের জ্ঞান ও দক্ষতার সাথে সেবার মানসিকতা নিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গঠনে কর্মকর্তাদের সক্ষম হতে হবে।

রোববার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা একাডেমিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমন্বিতভাবে জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ নির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। বলেন, দেশের ইতিহাস বুকে ধারণ করে মানুষের সেবায় সমাজসেবামূলক কাজে সকলকে এগিয়ে যেতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখ।

এটিএম/

Exit mobile version