Site icon Jamuna Television

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। এতে হোয়াইটওয়াশ এড়ালো শাহিন শাহ আফ্রিদির দল। ১৩৫ রানের টার্গেট পেয়েও মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় কিউইরা।

রোববার (২১ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অভিষেক হওয়া ব্যাটার হাসিবুল্লাহ খান। এরপর বাবর আজম ও রিজওয়ানের ৫৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় পাকিস্তান।

তবে বাবর আজমকে তুলে নিয়ে কিউই শিবিরে স্বস্তি দেন ইশ সোধি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষ ব্যাটার রিজওয়ান। এছাড়া ফখর জামান করেন ৩৩ রান। মিডলঅর্ডারে ১৯ রান করেন সাহিবজাদা ফারহান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৪ রান করে থামে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আর ৬৪ রানের মাথায় ৫ উইকেট খুইয়ে বিপাকে পড়ে কিউইরা। এরপর ২৮ রান তুলতে আরও ৫ উইকেট হারায় স্যান্টনারের দল। ৯২ রানে গুটিয়ে যাওয়া কিউইরা হেরেছে ৪২ রানে।

এই জয়ে একটি রেকর্ডও করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের মাঠে কিউইদের এতো কম রানের টার্গেট দিয়ে কোনো দল আগে জিততে পারেনি।

/এনকে

Exit mobile version