Site icon Jamuna Television

যৌন হয়রানির প্রতিবাদ করায় ৩৪ শিক্ষার্থীকে পিটিয়েছে বখাটেরা

ভারতের বিহারে একটি আবাসিক স্কুলে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৩৪ জন স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে স্থানীয় কিছু বখাটে। শনিবারে কাস্তরবা আবাসিক স্কুলে এ ঘটনা ঘটে।

স্কুল ছাত্রীদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। আহত ছাত্রীদের পাটনা থেকে ২৫০ কিলোমিটার দূরে ত্রিভেনিগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কাস্তরবা আবাসিক স্কুলে এসে স্থানীয় কিছু বখাটে ছেলে ছাত্রীদের সাথে দূরব্যবহার করে। ছাত্রীদের স্কুল থেকে বের হয়ে যেতে বললে আত্মরক্ষার্থে একজন শিক্ষার্থী এক বখাটেকে থাপ্পড় মারে। এরপরে ওই বখাটে ছেলেরা তাদের বাবা মা, আত্মীয়স্বজন নিয়ে এসে স্কুলে ঘিরে ফেলে। ছাত্রী এবং শিক্ষকদের উপরে হামলা চালায় তারা। এই ঘটনার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

Exit mobile version