Site icon Jamuna Television

ট্রাম্পের সমাবেশ থেকে বের করে দেয়া হলো রিপাবলিকান সমর্থককে

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাঝপথে বাধা সৃষ্টি করায় এক রিপাবলিকান সমর্থককে সমাবেশ থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জানুয়ারি) নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ঘটে এমন ঘটনা। খবর দ্য গার্ডিয়ানের।

সমাবেশে নিজের বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেন। বলেন, বাইডেন আবারও ক্ষমতায় এলে বেধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এসময় এক ব্যক্তি সমাবেশ থেকে শুরু করেন চিৎকার। আর তাতে থেমে যেতে হয় ট্রাম্পকে। পরে ওই ব্যক্তিকে সমাবেশ থেকে বের করে দেয়ার নির্দেশ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) আরেক রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালির সাথে ন্যান্সি পেলোসিকে গুলিয়ে ফেলেন এই নেতা।

/এএম

Exit mobile version