Site icon Jamuna Television

অর্থ আত্মসাতের অভিযোগে নেতানিয়াহুর স্ত্রী কাঠগড়ায়

সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতের অভিযোগে কাঠগড়ায় দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারাহ। রোববার মামলার প্রথম শুনানিতে হাজিরা দেন তিনি।

গেলো জুন মাসে, রাষ্ট্রীয় কোষাগারে খাবারের জন্য নির্ধারিত অর্থচুরির অভিযোগ গঠন করা হয় সারাহর বিরুদ্ধে। একজন সরকারি কর্মচারীকেও অভিযুক্ত করা হয় এ মামলায়। প্রধানমন্ত্রীর বাসভবনে নিজস্ব বাবুর্চি থাকা সত্ত্বেও, নিয়ম ভেঙ্গে রেস্তোরা থেকে খাবার কিনতে সরকারি তহবিলের প্রায় ১ লাখ ডলার ব্যয় করেছেন সারাহ। অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সারাহর। স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার করেছেন নেতানিয়াহু।

Exit mobile version