Site icon Jamuna Television

ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ বার্সেলোনায়

নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনায়। শনিবার (২০ জানুয়ারি) গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে হয় এই প্রতিবাদ কর্মসূচি। খবর দ্য স্টারের।

এসময় বিক্ষোভকারীদের হাতে ছিলো ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড। এতে অংশ নেয় সব শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের মানুষ। গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে তেল আবিবের লাগাতার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপ-আমেরিকার লাখ লাখ নাগরিক। নিয়মিত বিরতিতেই হচ্ছে বিক্ষোভ। তেল আবিবকে থামাতে নিজ দেশের সরকারের কাছে চাপ প্রয়োগের দাবি তুলছেন তারা।

উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আকস্মিক আক্রমণে নিহত হয় ১২০০ জন বেসামরিক। জিম্মি করা হয় ২৪০ জন ইসরায়েলিকে। পরে বন্দি বিনিময় চুক্তিতে একশ’র বেশি জিম্মিকে মুক্তি দেয়া হয়। অন্যদিকে, গাজায় তিন মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি।

/এএম

Exit mobile version