Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন

শেখ হাসিনা ও অ্যান্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেন তিনি।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উগান্ডার কাম্পালায় তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি জানান, সাক্ষাতে জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন গুতেরেস।

এসময় গাজায় যুদ্ধ নিরসনে জাতিসংঘ মহাসচিবের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান হাছান মাহমুদ।

/এএম

Exit mobile version