Site icon Jamuna Television

কারাগারের কনডেম সেলে মায়ের সঙ্গে থাকা শিশুর পরিচর্যা

কারাগারের কনডেম সেলে মায়ের সঙ্গে থাকা শিশুর শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিতে সেবা দেয়া হচ্ছে। শিশুর খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) হাইকোর্টের জারিকৃত রুলের পরিপ্রেক্ষিতে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, সেখানে ডে-কেয়ার সেন্টারে শিশুদের পরিচর্যা করা হচ্ছে।

এর আগে, কারাগারের কনডেম সেলে মায়ের সঙ্গে থাকা শিশুর শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিতে বিধি, নীতিমালা বা প্রবিধান তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বলেন, বন্দিদের সঙ্গে যদি কোনো শিশু থাকে, তাদের সুরক্ষার জন্য ডে-কেয়ার সেন্টার রয়েছে। কারা কর্তৃপক্ষ এর জন্য বিশেষ ব্যবস্থা করে থাকে। ফলমূল থেকে শুরু করে দুধ, খিচুড়ি প্রয়োজনীয় খাবার সরবরাহ করে থাকে তারা।

/এএম

Exit mobile version