Site icon Jamuna Television

রাজধানীতে বাথরুম থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে একটি ভবনের বাথরুমের দরজা ভেঙে তানিয়া (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় বাথরুমে গলা কাটা অবস্থায় তার মরদেহ পড়ে ছিল।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে হাজারীবাগ মিতালী রোডের সাততলা বাসার সপ্তম তলায় ঘটে এই ঘটনা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, নিহত নারীর নাম তানিয়া। তার গ্রামের বাড়ি বাগেরহাটে। স্বামী তৌসিফ আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লায়। ওই বাসায় সাবলেট হিসেবে থাকতেন দুজন। স্বামী দুবাই প্রবাসী ছিলেন, কয়েক মাস আগে একেবারে দেশে চলে এসেছেন। তাদের কোনো সন্তান নেই। নিহত নারী ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। তার পরিবার হাজারীবাগের মনেশ্বর রোডে বসবাস করে।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন বাসায় ছিলেন না তানিয়ার স্বামী। কুমিল্লায় গেছেন তিনি। তাকে খবর দেয়া হয়েছে। তবে কী কারণে, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এএম/এটিএম

Exit mobile version