
গাজায় ইসরায়েলি আগ্রাসনে চলতি মাসের প্রথম তিন সপ্তাহেই মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। দিনে গড়ে প্রাণ হারিয়েছে ১৪৮ ফিলিস্তিনি।
যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই অব্যাহত গণহত্যা, ধ্বংসযজ্ঞ। এই মুহূর্তে ইসরায়েলের অভিযানের প্রধান টার্গেট ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস। প্রতিহতের চেষ্টাও করছে ফিলিস্তিনিরা। উত্তরে জাবালিয়া থেকে দক্ষিণে খান ইউনিস বিভিন্ন অঞ্চলে ইসরায়েলে বাহিনীর সাথে লড়ছে হামাস যোদ্ধারা।
ইসরায়েলের দাবি, উত্তরে হামাসের বেশিরভাগ নেটওয়ার্ক ধ্বংস করেছে ইহুদি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৭৮ ফিলিস্তিনির। এক ইসরায়েলি সেনার মৃত্যুর কথা জানিয়েছে তেল আবিব। গাজায় সাড়ে তিন মাস ধরে চলমান হামলায় এরই মধ্যে প্রাণহানি ছাড়িয়েছে ২৫ হাজার ১০০।
এটিএম/



Leave a reply