Site icon Jamuna Television

পাটুরিয়ায় ফেরি ডুবি; এখনও নিখোঁজ সেকেন্ড ড্রাইভার হুমায়ুন

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে ষষ্ঠ দিনের মতো অভিযান চলছে। তবে এখনও সন্ধান মেলেনি নিখোঁজ সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবিরের।

উদ্ধার কাজ চালাচ্ছে নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হামজা ও রুস্তমের পাশাপাশি কাজ করছে, উদ্ধারকারী জাহাজ, প্রত্যয়। পাশাপাশি ঝিনাই-১ এর মতো অথ্যাধুনিক উদ্ধারকারী জাহাজও যুক্ত হয়েছে। পানির নিচে কোনো বস্তু থাকলে তা স্ক্যান করতে সম্ভব ঝিনাই-১। এ দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত।

গত মঙ্গলবার রাতে, দৌলতদিয়া ঘাট থেকে ৭টি ছোট এবং দুটি বড় ট্রাক নিয়ে পাটুয়ারিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি ফেরি, রজনীগন্ধা। ঘন কুয়াশায় কূলে ভিড়তে না পেরে; ৫ নম্বর ঘাটের কাছে নোঙ্গর করা অবস্থায় ডুবে যায় ফেরিটি।

এটিএম/

Exit mobile version