Site icon Jamuna Television

জেলগেটে গোয়েন্দা সংস্থার সদস্যদের অর্থ না দিলে আবারও আটক করা হচ্ছে: রিজভী

বাংলাদেশের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভারতের অযাচিত হস্তক্ষেপে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ( ২২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপির আন্দোলন চলছে আর চলতেই থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নিজেকে টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সরকার। আদালত থেকে জামিন পেলেও বিএনপি নেতাকর্মীদের কারামুক্তি মিলছে না অভিযোগ করে রিজভী বলেন, জেলগেটে গোয়েন্দা সংস্থার সদস্যদের অর্থ না দিলে আবারও তাদের আটক করা হচ্ছে।

জেলগেটে টাকা না দেয়ার কারণে অসংখ্য নেতাকর্মী কারাগারে ধুঁকে ধুঁকে মরছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

এটিএম/

Exit mobile version