Site icon Jamuna Television

জিম্মি মুক্তি ইস্যুতে হামাসের শর্ত প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

হামাসের হাতে জিম্মি পরিবারের সদস্যর ছবি হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন একজন ইসরায়েলি নারী। ছবি: রয়টার্স।

জিম্মি মুক্তি ইস্যুতে আবারও হামাসের শর্ত প্রত্যাখ্যান করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পষ্ট বিরোধিতা করলেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

নেতানিয়াহুর দাবি, সামরিক অভিযানের মধ্য দিয়েই নিরাপদে উদ্ধার সম্ভব জিম্মিদের। গাজাকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলেও হুঁশিয়ারি দেন। বছরের পর বছর ইসরায়েল যে প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছে, তার ওপরই জোর দিচ্ছেন বলে জানান তিনি। ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কোনো আপোস নয় বলে জানিয়ে দেন। নেতানিয়াহুর দাবি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হলে তা হবে ইসরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, সব জিম্মিকে ফিরিয়ে আনা গাজায় অভিযানের অন্যতম লক্ষ্য। সামরিক চাপ জয়ের জন্য প্রয়োজন। তবে হামাসের শর্ত প্রত্যাখ্যান করছি। জিম্মিদের মুক্তির বিনিময়ে তারা যুদ্ধের সমাপ্তি চায়। খুনী-ধর্ষকদের মুক্তি চায়। তবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে জর্ডান নদীর পশ্চিমে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে।

\এআই/

Exit mobile version