Site icon Jamuna Television

গাজায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত

ছবি: আল জাজিরা।

গাজায় আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইসলামিক জিহাদের সাথে লড়াইয়ে তারা প্রাণ হারায় বলে দাবি সংগঠনটির। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবির এলাকায় হয় সংঘাত। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধাদের সাথে তীব্র লড়াই হয় ইহুদি সেনাদের। স্নাইপারদের ছোঁড়া গুলিতে মারা যায় দুই সেনা।

একদিন আগে গাজায় আরও এক ইসরায়েলি সেনার মৃত্যুর তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। উপত্যকায় স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯৫ ইসরায়েলি সেনার। সাড়ে তিন মাসের অভিযানে নিহত সেনার সংখ্যা চারশ’র বেশি।

\এআই/

Exit mobile version