Site icon Jamuna Television

তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৮৯

ছবি: সিএনএন নিউজ।

তীব্র শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুধু টেনেসি অঙ্গরাজ্যে মারা গেছেন ১৯ জন। এরপরের অবস্থানে আছে ওরেগন, ইলিনয় ও পেনসিলভেনিয়া। দেশটির আবহাওয়া দফতর বলছে, এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তুষারঝড়। অনেক জায়গায় কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

বিশাল এলাকাজুড়ে ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এ ছাড়া সড়কে তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত ফ্লাইট।

বৈরী আবহাওয়ার কারণে আগামী কয়েক দিন বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়ার এই বৈরী রূপ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

\এআই/

Exit mobile version