Site icon Jamuna Television

ভলিবল খেলাকে কেন্দ্র করে নাটোরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কয়েন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানিয়েছেন, বড়াইগ্রামের পাঁচবাড়িয়া স্কুল মাঠে ভলিবল খেলার আয়োজন করে স্থানীয়রা। খেলা শুরুর আগে কয়েন তুচ্ছ বিষয় নিয়ে বাজার এলাকার লোকজনের সাথে ধানাইদহ গ্রামের বাসিন্দাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে  দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘের্ষ জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, সংঘর্ষের সময় ইটের আঘাতে উভয়পক্ষের ৫জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এনকে/এমএন

Exit mobile version