Site icon Jamuna Television

ইয়ারফোন লাগিয়ে গেম খেলার সময় জামালপুরে ট্রেনে কেটে ২ তরুণের মৃত্যু

ফাইল ছবি

জামালপুর করেসপনডেন্ট:

রেললাইনের ওপর বসে মোবাইল গেমস খেলার সময় জামালপুরের মেলান্দহে কাটা পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে মেলান্দহের রোকনাই এলাকা এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২১) ও শাহিদের ছেলে মজিবর রহমান (১৯)। 

স্থানীয়রা জানান, দুপুরে রেললাইনের ওপরে বসে শাকিল ও মজিবর কানে ইয়ারফোন দিয়ে মোবাইলে গেম খেলছিলেন। রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের সরে যেতে বললেও তারা সরেননি। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নিহতদের বাড়িতে রাখা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক এনামুল হক সিদ্দিকি বলেন, স্থানীয়রা জানিয়েছেন দু’জন রেললাইনের ওপর বসে কানে ইয়ারফোন দিয়ে মোবাইলে গেমস খেলছিল। তবে ট্রেন চলে আসার বিষয়টি বুঝতে পারেননি তারা। এতেই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বিষয়টি জিআরপি থানার অধীনে। তাদেরকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।

/এনকে

Exit mobile version