Site icon Jamuna Television

বাত, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ আরও রোগে ভুগছেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাত, ডায়াবেটিস, কোমর ব্যাথাসহ বেশ কিছু শারিরীক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য কিছু পরীক্ষা দেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই ওষুধ দেয়া হবে।

আজ সোমবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্যরা বলেন, চিকিৎসার প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় লাগবে। তারপর মুল চিকিৎসা শুরু করা যাবে।

কাল থেকে খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু হবে বলে জানান চিকিৎসকরা। তার বাত রোগের জন্য আলাদা করে বিভিন্ন পরীক্ষা করতে হবে বলে জানায় মেডিকেল বোর্ড।

বাতের কারণে তিনি বাম হাত ওপরে তুলতে পারেন না। ২০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন তিনি। কিছুদিন আগে রক্তে সুগারের মাত্রা কমে হাইপোগ্রাসেমিয়া হয়েছিলো। রক্তচাপ, ঘাড়ে ব্যাথ ও শ্বাসকষ্টও আছে খালেদা জিয়ার।

Exit mobile version