Site icon Jamuna Television

নাজমুল হুদার বিরুদ্ধে দোহারে বিক্ষোভ অব্যাহত

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে করা মামলায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের নাম জড়ানোয় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ঢাকার দোহারে বিক্ষোভ-মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় লটাখোলা জাতীয় পার্টি অফিসের সামনে নানা শ্রেণিপেশার মানুষ জড়ো হন। সেখান থেকে বের হয় বিক্ষোভ মিছিল।

মিছিলটি দোহার উপজেলা কমপ্লেক্স, রতন চত্বর ও থানার মোড় ঘুরে করম আলীর মোড়ে গিয়ে পথসভা করে। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। সেখানে বক্তারা ব্যারিস্টার নাজমুল হুদাকে দোহারে অবাঞ্ছিত ঘোষণা করেন। মামলায় অ্যাডভোকেট সালমা ইসলামের নাম জড়ানো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে বলেও মন্তব্য করেন তারা। নাজমুল হুদাকে দুর্নীতিগ্রস্ত এবং অসৎ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন বক্তারা। পরে বিক্ষুব্ধ জনতা তার কুশপুত্তলিকা দাহ করে।

Exit mobile version