Site icon Jamuna Television

বিরোধী দল কারা হচ্ছে জানালেন ওবায়দুল কাদের

জাতীয় পার্টিই দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল হচ্ছে। আর স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বতন্ত্র হিসেবেই থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসেনি। তাদের আন্দোলনে মানুষের সাড়া মিলেনি, তবে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এছাড়া আন্দোলন করতে গিয়ে বিএনপি ভুলের চোরাবালিতে আটকে গেছে।

দ্রব্যমূল্য ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চলমান যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বজুড়েই দ্রব্যমূল্যের দাম চড়া। সরকার দাম নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। দ্রুতই এটি নিয়ন্ত্রণে আসবে। বিরোধীরা এই বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে। অগ্নিসন্ত্রাসের সাথে এখন গুজব সন্ত্রাস চলছে।

/আরএইচ/এমএন

Exit mobile version