Site icon Jamuna Television

ইয়েমেনে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা

ছবি: বিবিসি

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আবারও যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সোমবার (২২ জানুয়ারি) রাতে গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেশটির প্রতিরক্ষাবিষয়ক দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলেও বিবিসির খবরে বলা হয়েছে। তবে এ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হুতিদের ব্যবহার করা রাডার ব্যবস্থাও ছিল। এর আগের হামলাগুলোর বেশির ভাগই ছিল গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে চালানো।

উল্লেখ্য, ইয়েমেন সংলগ্ন লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন দাবি করে সম্প্রতি এই নৌপথে বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে হুতি। এর জেরেই হুতিদের ওপর যৌথ হামলা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে তারা দ্বিতীয়বারের মতো এই হামলা চালালো। যদিও এককভাবে যুক্তরাষ্ট্র আটবার হামলা চালিয়েছে।

/এনকে

Exit mobile version