Site icon Jamuna Television

বেনাপোল চেকপোস্টে স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় সাইফুল নামে এক স্বর্ণ পাচারকারীকে ২টি (দু’শ গ্রাম) স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

সোমবার সকাল সাড়ে ১০ টার সময় তাকে আটক করা হয়। আটককৃত পাচারকারী নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রফিকুল ইসলামের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দার উপ পরিচালক নিপুন চাকমা বলেন, ভারতগামী পাসপোর্টযাত্রী তার ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করে ব্যাগ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আটককৃত সাইফুলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং স্বর্ণ বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে তিনি জানান।

Exit mobile version