Site icon Jamuna Television

শক্তিশালী ঘূর্ণিঝড় ইশার তাণ্ডবে বিপর্যস্ত ব্রিটেন

ইশার তাণ্ডবে গাছ উপড়ে পড়ে আছে রাস্তার পাশে। ছবি: দ্য গার্ডিয়ান।

শক্তিশালী ঘূর্ণিঝড় ইশার তাণ্ডবে বিপর্যস্ত ব্রিটেনের বিভিন্ন অঞ্চল। ঝড়ে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, ঝড়ের কারণে বাতাসের গতিবেগ কোথাও কোথাও ১শ মাইল পর্যন্ত ছাড়িয়েছে। যা গেল ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।ঝড়ের কারণে গাছের সাথে আঘাত লেগে লন্ডনডেরি এবং গ্রাংমাউথে ২ জন নিহত হয়েছে।

এদিকে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে বাতিল হয়েছে ফ্লাইট। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্কটল্যান্ডে বাতিল করা হয়েছে ট্রেন সার্ভিস।
কর্তৃপক্ষ বলছে, ইশার তাণ্ডবের মধ্যেই নতুন করে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে আঘাত হানতে পারে আরেকটি নতুন ঝড় জোসেলিন। এরইমধ্যে ব্রিটেনের শতাধিক স্থানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

\এআই/

Exit mobile version