Site icon Jamuna Television

বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার নিয়মিত টিকাদান কর্মসূচি ক্যামেরুনে

আট মাস বয়সী ড্যানিয়েলা (ডানে) প্রথম ক্যামেরুনিয়ান শিশু হিসেবে টিকার জন্য স্বাস্থ্যকেন্দ্রে মায়ের সাথে অপেক্ষা করছে। ছবি: বিবিসি।

বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার নিয়মিত টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ক্যামেরুনে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই টিকাদান কর্মসূচির ফলে আফ্রিকাজুড়ে হাজারো শিশুর মৃত্যু ঠেকানো যাবে বলে ধারণা করা হচ্ছে। এ টিকার মোট চার ডোজ নিতে হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অভিভাবকদের সুবিধার জন্য শিশুদের অন্যান্য রুটিন টিকাগ্রহণের সঙ্গে সঙ্গেই এই চার ডোজ টিকা দিয়ে দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতি বছর আফ্রিকায় ম্যালেরিয়া রোগের কারণে ৬ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ৮০ শতাংশই শিশু।

যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, ম্যালেরিয়ার টিকাটি অন্তত ৩৬ শতাংশ ক্ষেত্রে কার্যকর। অর্থাৎ, এ টিকা প্রত্যেক তিনজনের মধ্যে একজনের জীবন বাঁচাতে পারে। কেনিয়া, ঘানা এবং মালাউয়িতে সফল পাইলট কর্মসূচির পর ক্যামেরুনে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

\এআই/

Exit mobile version