Site icon Jamuna Television

ঢাকায় বাবর-রিজওয়ান

ফাইল ছবি

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাড়ছে তারকাদের ভিড়। বিগ ব্যাশ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া থেকে এসেছেন অ্যালেক্স রস। এবার নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশে পৌঁছেছেন বিপিএলের অন্যতম আলোচিত দুই নাম বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।

তাসমান পাড় থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরেছেন বাবর। সোমবার (২২ জানুয়ারি) রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের এই টপঅর্ডার ব্যাটার। রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে তাকে। তার ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছে টিম কর্তৃপক্ষ।

এদিকে, মোহাম্মদ রিজওয়ানও তার দল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে ‍কুমিল্লা। এই ম্যাচে দেখা যেতে পারে রিজওয়ানকে।

/এনকে

Exit mobile version