Site icon Jamuna Television

আমড়া পাড়তে যেয়ে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে চার তলা ভবনের ছাদ থেকে পড়ে আদুরী (২৬) নামে এক গৃহবধূ মারা গেছে। মৃত আদুরী জেলার সবুজ নগর এলাকার সুলতান মাহমুদের স্ত্রী।

সোমবার দুপুরে চারতলা ভবন থেকে আমড়া পাড়তে যেয়ে এই দুর্ঘটনা ঘটে ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আদুরী আমড়ার গাছে উঠতে গিয়ে পা পিছলে চার তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Exit mobile version