Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে তীব্র ঠান্ডায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫

ছবি: এপি

তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জানুয়ারি) পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। আরকানসাস থেকে পেনসিলভানিয়া পর্যন্ত ১০ অঙ্গরাজ্যে বহাল জরুরি সতর্কতা। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তীব্র তুষারপাত ও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। কমপক্ষে ৩০টি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কোনো কোনো জায়গায় দাঁড়িয়েছে মাইনাস ৩৭ ডিগ্রিতে।

বিরূপ আবহাওয়ার কারণে কমপক্ষে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে টেনেসির স্বাস্থ্য বিভাগ। ১৬ জনের মৃত্যু হয়েছে ওরেগনে। ইলিনয়, মিসিসিপি, নিউইয়র্কসহ অন্যান্য অঙ্গরাজ্যেও প্রাণহানি রেকর্ড করেছে প্রশাসন। দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গাড়িচালকদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ভারি বৃষ্টি ও তুষারপাতের পাশাপাশি শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দেয়া হয়েছে। এক থেকে দেড় সপ্তাহের মধ্যে বিভিন্ন স্থানে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৫০ ডিগ্রি পর্যন্ত।

/এএম

Exit mobile version