
আহমাদুল কবির, মালয়েশিয়া:
ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশি পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে যায় ৩ রোহিঙ্গা যুবক। তাদের দেয়া তথ্যে সন্দেহ হয় হাইকমইশনের কর্মকর্তাদের। আটককৃতরা হলেন, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও শামসুল আলম।
এসময় তাদের আটক করে হাইকমিশন কর্তৃপক্ষ। সোমবার (২২ জানুয়ারি) তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকৃতরা তাদের ঠিকানায় উল্লেখ করেছিল তাদের বাড়ি কক্সবাজারে। এই ঠিকানা ব্যবহার করে হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে আসে তারা। তবে তাদের দেয়া তথ্যে সন্দেহ হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পরে তাদের সরবরাহকৃত তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায় তারা আসলে বাংলাদেশী নন। মূলত তারা রোহিঙ্গা।
পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, ট্রাভেল পারমিট পাওয়ার জন্য এক দালালকে ৪ হাজার রিঙ্গিত প্রদান করে। হাই কমিশন ও মালয়েশিয়া পুলিশের সহায়তায় দালালের সন্ধান করছে বলে জানিয়েছে হাইকমিশন সুত্র।
এএস/



Leave a reply