Site icon Jamuna Television

আপিল বিভাগে নিয়োগ পেলেন নতুন ৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জনকে নতুন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এরা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো. নুরুজ্জামান ননী।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জাজেস লাউন্সে নতুন তিন বিচারপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই তিন বিচারপতি হাইকোর্টের বিচারপতির দায়িত্বপালন করছিলেন। এই তিনজনসহ আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

Exit mobile version