Site icon Jamuna Television

পাঠ্যবইয়ে ‘শরীফার গল্প’: ‘বিভ্রান্তি থাকলে সংশোধন করা হবে’

সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের আলোচিত ‘শরীফার গল্প’ নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বললেন, বিভ্রান্তি থাকলে সংশোধন করা হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। একটি পক্ষ সবসময় ধর্মীয় ইস্যু তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

মহিবুল হাসান চৌধুরী জানান, পাঠ্যক্রমে যদি দুর্বলতা থাকে তা পর্যালোচনা করা হবে। যৌক্তিক কোনো কারণ পাওয়া গেলে তা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিবর্তন করা হবে।

শিক্ষামন্ত্রী দাবি করেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে রয়েছে ‘শরীফার গল্প’।

প্রসঙ্গত, সম্প্রতি এই পাঠ্যবইয়ের শরীফার গল্পের পাতা জনসম্মুখে ছিঁড়ে ফেলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। এ ঘটনার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপর থেকে শরীফার গল্প ও ব্যাক বিশ্ববিদ্যালয়ের এই ইস্যু সামাজিক যোগাযোগমাধ্যশে বেশ আলোচনায় রয়েছে।

/এমএন

Exit mobile version