Site icon Jamuna Television

শেখ হাসিনাকে অভিনন্দনপত্র পাঠালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

দ্বাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তার পাঠানো অভিনন্দনপত্রটি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মিসেস মারি মাসদুপুই।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনপত্রটি পড়ে শোনান।

এ সময় দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো করার বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফ্রান্সের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকট সমাধানে পশ্চিমা দেশগুলোর প্রতি চাপ বাড়ানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়াও ফরাসি গ্যাস কোম্পানিকে বাংলাদেশের গ্যাস খাত ও গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএইচ

Exit mobile version